শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি দেবে শিক্ষা বোর্ড

প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ১৮:৪২ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ১৮:৪৪

সমকাল প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদন এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো দেবে।

দেশের ১১টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ অনুমোদন দেবে। আগে এক সময় শিক্ষাবোর্ডগুলো এ অনুমোদন দিলেও পরে তা শিক্ষা মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করা হয়। এখন আবার এ ক্ষমতা শিক্ষাবোর্ডগুলোকে ফিরিয়ে দেওয়া হলো।

সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো তাদের নিজ নিজ অধিক্ষেত্রে এসব অনুমোদন দেবে- এমন বিধান রেখে আজ রোববার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এ নীতিমালায় সই করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, শিগগিরই এ নীতিমালা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নীতিমালা অনুযায়ী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির ক্ষেত্রে কোনো আবেদন নীতিমালার বিধিবিধান সাপেক্ষে নামঞ্জুর হলে তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণসহ জানাতে হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com