
গ্র্যাজুয়েশন শেষ করলেই পড়াশোনা শেষ হয় না: শিক্ষা উপমন্ত্রী
প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ২০:৫৪ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ২২:২৭
চট্টগ্রাম ব্যুরো

ছবি- সমকাল
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিশ্ববিদ্যালয় জীবনে আমরা যা শিখেছি, তা কেবল শিক্ষার মূলমন্ত্র নয়। তাই গ্র্যাজুয়েশন শেষ করলেই পড়াশোনা শেষ হয়ে যায় না। কর্মজীবনের সফলতাও উচ্চশিক্ষা গ্রহণের একমাত্র উদ্দেশ্য নয়। উচ্চশিক্ষার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনোজাগতিক উন্নয়ন ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে নৈতিকতার পরিবর্তন ও সৃষ্টিশীল চিন্তার উন্নয়ন না হলে ধরে নিতে হবে, সত্যিকার অর্থে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয়নি।
আজ রোববার চট্টগ্রাম নগরের নেভি কনভেনশন সেন্টারে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবর্তনে গ্র্যাজুয়েট ১ হাজার ১০৯ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় এ সময় তিনজন আন্ডারগ্র্যাজুয়েট ও তিনজন পোস্ট গ্রাজুয়েটকে চ্যান্সেলর গোল্ড মেডেল, একই সংখ্যক শিক্ষার্থীকে এ বি এম মহিউদ্দিন চৌধুরী গোল্ড মেডেল এবং ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল দেওয়া হয়। এ ছাড়া ১৮ জন আন্ডারগ্র্যাজুয়েট ও ১৩ জন পোস্ট গ্র্যাজুয়েটকে দেওয়া হয় ডিন অ্যাওয়ার্ড।
সমাবর্তনে শিক্ষা উপমন্ত্রী বলেন, উচ্চশিক্ষা থেকে গ্রহণ করা সুনির্দিষ্ট পরিবর্তনগুলো আমাদের ভবিষ্যতে নিয়ে যেতে হবে। চাকরির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে বাস্তবসম্মত শিক্ষায় জোর দিতে হবে।
স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন জানান, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে উচ্চশিক্ষা থেকে পাওয়া জ্ঞান কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক ড. পবিত্র সরকার। এ সময় আরও বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আবু তাহের, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র ও অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com