চট্টগ্রামে টিআইবির সভায় বক্তারা

সুশাসন নিশ্চিতে ভূমিকা রাখবে প্যাকটা প্রকল্প

প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ২১:০২ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ২১:০২

চট্টগ্রাম ব্যুরো

টিআইবির নতুন প্রকল্প পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন :টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প দুর্নীতি কমাতে এবং সুশাসন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বক্তারা। রোববার নগরের কাজীর দেউড়ির ব্র্যাক লার্নিং সেন্টারে চট্টগ্রাম মহানগর, টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বাস্তবায়নাধীন প্রকল্পটির অবহিতকরণ সভায় বক্তারা এ কথা বলেন।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শূন্য সহনশীলতার নির্দেশনায় মাঠ প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এটি কমাতে নিরন্তর কাজ করে যাচ্ছেন। এ ক্ষেত্রে টিআইবির প্যাকটা প্রকল্পের মতো অ্যাপনির্ভর প্রকল্প জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেবা প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সনাক চট্টগ্রাম মহানগরের সভাপতি আখতার কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রামে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাধবী বড়ূয়া, সহকারী কমিশনার হোছাইন মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম মোস্তফা জামাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ূয়া, ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগম, ডবলমুরিং থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরিফুল ইসলাম প্রমুখ।


সভায় প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। তিনি জানান, প্রকল্পটি চলবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। এ সময় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়নের খাত, কর্মকৌশলসহ বিস্তারিত আলোচনা করেন তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com