
বান্দরবানে ৪ উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
প্রকাশ: ৩০ অক্টোবর ২২ । ২২:৫০ | আপডেট: ৩০ অক্টোবর ২২ । ২২:৫০
বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলার একটি পাহাড়ি রাস্তা। ছবি- সংগৃহীত।
স্থানীয় ও বিদেশি পর্যটকদের বান্দরবান জেলার চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে প্রশাসন।
আজ রোববার বিকেলে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় নিরাপত্তাজনিত কারণে স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আগামী ৪ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয় গত ১৭ অক্টোবর। এরপর ২৩ অক্টোবর আরও দুই উপজেলা থানচি ও আলীকদমে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। জারি করা নিষেধাজ্ঞায় ৩০ অক্টোবর পর্যন্ত বলবৎ ছিল।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com