গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশ: ৩১ অক্টোবর ২২ । ১৩:৪৭ | আপডেট: ৩১ অক্টোবর ২২ । ১৩:৪৭

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মো. আনোয়ার হোসেন (৩০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

সোমবার সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন সাংবাদিকদের জানান, আনোয়ারের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল, শ্বাসনালীও পুড়ে গিয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

আনোয়ার হোসেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মো আয়জুল ইসলামের ছেলে। গাজীপুরে গাছা কলম্বিয়া এলাকায় স্ত্রী লাকি ও এক মেয়েকে নিয়ে থাকতেন আনোয়ার। সেখানে একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করতেন তিনি।

এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ ৫ জনই মারা গেলেন। এর আগে বিস্ফোরণের ঘটনায় সিরাজুল ইসলাম টুটুল (২৮), পারভেজ (৩১), আতিকুল ইসলাম মিঠু (২৫) ও আল-আমিন (৩০) নামে চার জন মারা যান।

গত ১৩ অক্টোবর গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস নেওয়ার সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিস্ফোরণ হয়। এতে ৫ জন দগ্ধ হন। পরে তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com