কোহলি ভেবেছিলেন, ম্যাচ আরও ক্লোজ হবে

প্রকাশ: ০২ নভেম্বর ২২ । ২০:১১ | আপডেট: ০২ নভেম্বর ২২ । ২০:২১

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে জিততে শেষ ৩ ওভারে ৩৮ রান দরকার ছিল বাংলাদেশের। তখনও ক্রিজে ছিলেন ইয়াসির রাব্বি ও মোসাদ্দেক হোসেন। কিন্তু ১৪তম ওভারে তারা দু’জনই আউট হন। ওই ওভার থেকে আসে মাত্র ৭ রান। 

শেষ দুই ওভারে জয়ের জন্য ৩১ রান দরকার ছিল বাংলাদেশের। ক্রিজে নুরুল হাসানের সঙ্গে ছিলেন টেলেন্ডার তাসকিন আহমেদ। ম্যাচটা বাংলাদেশ ওই দুই ওভার থাকতেই হেরেছে। ভারতের কেবল নার্ভ ধরে রেখে বোলিং করতে হতো। সেটা তারা করেছেও। 

ম্যাচের ফলাফল বৃষ্টি আইনে বাংলাদেশ ৫ রানে হেরেছে। সাদা চোখে জয়ের খুব কাছে গেছে বাংলাদেশ। কিন্তু ইমপ্যাক্ট দেখলে শেষ দিকে জয়ের সম্ভাবনা বাংলাদেশের পক্ষে ৩০ শতাংশ’র বেশি ছিল না। ম্যাচের সেরা খেলোয়াড় হওয়া কিংবদন্তি বিরাট কোহলি তাই বলেছেন, তারা ভেবেছিলেন ম্যাচ আরও কঠিন হবে। 

ভারতীয় এই ব্যাটার বলেন, ‘বেশ ক্লোজ ম্যাচ। তবে আমরা যত ক্লোজ হবে ভেবেছিলাম অত নয়। ব্যাট হাতে ভালো দিন গেছে। ক্রিজে গিয়েছিলাম মাথায় চাপ নিয়ে। ভুল শট খেলতে চাইনি। এটা অস্ট্রেলিয়া। আগে থেকেই মনকে বুঝিয়েছি, এখানে ক্রিকেটিও শট ছাড়া উপায় নেই। এই মাঠে খেলতে পছন্দ করি। এটা আমার ঘরের মতো।’ 

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও ম্যাচটা আরেকটু কঠিন হবে ভেবেছিলেন। আধুনিক টি-২ ‘তে  হাতে ১০ উইকেট নিয়ে ৯ ওভারে ৮৫ রান তোলা এমন কঠিন তো নয়। রোহিত বলেন, ‘আমি নির্ভার ছিলাম আবার চিন্তাও হচ্ছিল। জয়টা আমাদের খুব দরকার ছিল। বাংলাদেশের হাতে ১০ উইকেট থাকায় ম্যাচটা যেকোন দিকে ঘুরে যেতে পারতো। বৃষ্টির পরে আমরা ভালো করেছি।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com