সিলেটে শিশুর মৃত্যু নিয়ে হাসপাতালে স্বজনদের হামলা, সংঘর্ষ

প্রকাশ: ০৩ নভেম্বর ২২ । ০৯:৫৯ | আপডেট: ০৩ নভেম্বর ২২ । ০৯:৫৯

সিলেট ব্যুরো

ছবি- সংগৃহীত।

সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৮ বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে মারা যাওয়া শিশুর স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেছেন হাসপাতালে। ওই সময় হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে ৪-৫ জন আহত হন। হাসপাতালের ভেতরে ও বাইরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতি দেখে হাসপাতালের প্রধান ফটক লাগিয়ে দেন নিরাপত্তাকর্মীরা। 

বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে থানার ওসি নাজমুল হুদা খান হাসপাতালে রোগী মৃত্যুর বিষয়ে কিছু জানেন না বলে জানান।  

সিলেটের লামাকাজি এলাকার লামা আকিলপুর পীরেরগাঁওয়ের সৌদি প্রবাসীর স্ত্রী আমিনা বেগম সমকালকে জানান, তার মেয়ে নাসিফাকে নিয়ে বুধবার সকালে হাসপাতালে আসেন। মেয়ের পায়ে আলপিন ঢুকে যাওয়ায় তাকে নিয়ে প্রথমে বহির্বিভাগে ডাক্তার দেখান। বিশেষজ্ঞ ডাক্তার দেখার কথা বলে বেলা ২টার দিকে এক্সরে করার পর ভর্তি দেওয়া হয়। কিন্তু বিকেলের দিকে তার সন্তান কথা বলে না। তিনি মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলাকে দায়ী করেন। 

এ বিষয়ে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আবেদ হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে একজন পরিচালক জানিয়েছেন, ভুল বোঝাবুঝির কারণে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। 

উল্লেখ্য, এর আগে গত বছরের ১৫ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একই দিনে দুই নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও সড়ক অবরোধ করা হয়। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com