পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: ০৫ নভেম্বর ২২ । ১২:১৪ | আপডেট: ০৫ নভেম্বর ২২ । ১২:১৪

পাবনা অফিস

পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার শ্যামল ঘোষের ছেলে সুমন ঘোষ (২৬) ও একই এলাকার নুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৭)।

নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন বলে নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ সান্যাল।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশিস সান্যাল জানান, মোটরসাইকেলে করে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি খামার মোড় পার হওয়ার সময়ে কোন যাত্রীবাহী বাস বা পণ্যবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই সুমন ঘোষ মারা যায়। আহতবস্থায় আরিফুল ইসলামকে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। 

ঘটনা অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com