সৌরভকে ভারতীয় বোর্ড থেকে সরানোয় মামলা

প্রকাশ: ০৫ নভেম্বর ২২ । ১৪:৪৯ | আপডেট: ০৫ নভেম্বর ২২ । ১৪:৫১

স্পোর্টস ডেস্ক

সৌরভ গাঙ্গুলী

সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার রজার বিনি। সৌরভকে সরিয়ে বিনির দায়িত্ব আসা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এবার সেই ঘটনা নিয়ে আদালতে দায়ের করা হল মামলা।

সৌরভকে বিসিসিআই থেকে সরানো হয়েছে বেআইনি ভাবে, এমন অভিযোগ তুলে শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, 'বিসিসিআইয়ের সভাপতি এবং সচিব পদে নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সুনির্দিষ্ট রায় রয়েছে। সৌরভকে বাদ দেওয়ার ক্ষেত্রে সেই রায় ঠিক মত মানা হয়নি! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ যদি বোর্ডের দায়িত্ব বহাল থাকতে পারেন, তবে সৌরভ কেন নয়? তাকে কি রাজনৈতিক কারণে সভাপতি পদ থেকে বাদ দেওয়া হয়েছে?’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com