
চিকেনের সঙ্গে পেরি পেরি সসই শাহরুখের 'হটনেসের' কারণ!
প্রকাশ: ০৫ নভেম্বর ২২ । ১৭:০৩ | আপডেট: ০৫ নভেম্বর ২২ । ১৭:১২
বিনোদন ডেস্ক

শাহরুখ খান
গত ২ নভেম্বর ৫৭-তে পা দিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। বিশেষ এই দিনটিতেই ‘পাঠান’-এর টিজার প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিলেন শাহরুখ ফুরিয়ে যাননি, বয়স তাকে কাবু করতে পারেনি। 'পাঠান' ছবির মাধ্যমে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় আসছেন শাহরুখ।
জন্মদিনের দিন মান্নাতের বারান্দায় দু-বার দর্শন দিয়েছিলেন শাহরুখ। আর শনিবার দুপুরে ভক্তদের দারুণ সারপ্রাইজ দিলেন হুট করে।
এদিন টুইটারে #AskSRK সেশনের আয়োজন করে ফেললেন শাহরুখ। ভক্তদের হাজারো প্রশ্নের ধৈর্য্য ধরে উত্তর দিলেন। শাহরুখের মজাদার জবাবে মুগ্ধ ভক্তরাও।
‘অনেক প্রশ্ন মনে নিয়ে আমরা ঘুম থেকে উঠি। আজ আমি উত্তর নিয়ে ঘুম থেকে উঠলাম! তাই ভাবলাম আমরা ১৫ মিনিটের জন্য একটা #AskSRK করেনি। যদি ফাঁকা সময় থাকে তোমাদের তাহলে প্রশ্ন জিজ্ঞাসা কর’ টুইটারে এমন ঘোষণা দিয়েই বক্তদের চমকে দেন কিং খান।
শাহরুখকে প্রশ্ন করবার চান্স কে ছাড়বে? ঝড়ের গতিতে প্রিয় তারকার কাছে রাশি রাশি প্রশ্ন নিয়ে হাজির হয়ে যান ভক্তরা। পাঠান ছবিতে শাহরুখের সুদর্শন দেহ থেকে হাঁ হয়েছেন অনেকেই। শার্টলেস ছবিতে শাহরুখের সিক্স প্যাক অ্যাবস দেখে ভিরমি খেয়েভনে ভক্তরা। তাই টুইটারে এক ভক্ত সরসারি জিজ্ঞাসাই করে বসে- ‘শাহরুখ, তুমি এতটা হট কীভাবে?’ জবাবে বাদশা লেখেন- ‘চিকেনের সঙ্গে পেরি পেরি সস সাহায্য করে, আমার মনে হয়’।
অপর একজন শাহরুখের কাছে প্রশ্ন রাখে, ‘ করোনার পর জীবন কতটা বদলেছে?’ অভিনেতা জানান, ‘মনে হয়, আজকাল আমি দ্রুত সবকাজ শেষ করতে আর উদ্যোগী হই না’।
এখন ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় সবাই। এই ছবিতে শাহরুখ ছাড়াও দেখা মিলবে দীপিকা পাড়ুকোন আর জন আব্রাহামের। ২০২৩-এর ২৫শে জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। শুধু পাঠান নয়, আগামী বছর মুক্তি পাবে শাহরুখের আরও দুটি ছবি। ২ জুন মুক্তি পাবে তার অভিনীত তামিল পরিচালক অ্যাটলি পরিচালত ‘জাওয়ান’ আর রাজকুমার হিরানি ও শাহরুখ জুটির প্রথম ছবি ‘ডানকি’ মুক্তি পাবে ২০২৩- সালের ২২ ডিসেম্বর।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com