
রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক সংকটের ‘শঙ্কা’ দেখছে চীন
প্রকাশ: ০৫ নভেম্বর ২২ । ১৯:৩৪ | আপডেট: ০৫ নভেম্বর ২২ । ১৯:৩৭
কূটনৈতিক প্রতিবেদক

সঠিক সময়ে রোহিঙ্গা সংকটের সমাধান না করতে পারলে আঞ্চলিক সংকট তৈরির আশঙ্কা দেখছে চীন। এজন্য রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে চীন কাজ করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
শনিবার সকালে 'বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম'র একটি সেমিনারে তিনি এ মন্তব্য করেন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস নিয়ে 'বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম' এ সেমিনার আয়োজন করে।
চীনা রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকট একটি আঞ্চলিক ইস্যু। চীন এই সংকটের মধ্যস্থতা করছে। আমাদের প্রধান লক্ষ্যই রোহিঙ্গা প্রত্যাবাসন। এজন্য চীন রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করছে।
অনেকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চায় না বলেও অভিযোগ করেছেন রাষ্ট্রদূত। তিনি বলেন, কোনো কোনো পক্ষ রোহিঙ্গাদের প্রত্যাবর্তন চায় না। এখানে অনেক পক্ষ জড়িয়ে গেছে। তারা গঠনমূলকভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে নয়।
লি জিমিং বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষে বাংলাদেশ সরকার এবং মিয়ানমারের সঙ্গে চীন কাজ করছে। চীন এ বিষয়ে সবাইকে জানিয়ে কাজ করার পক্ষে নয়। চীন নিরবে কাজ করে যাচ্ছে। আমরা চাইব, রোহিঙ্গারা নিরাপদ এবং স্বেচ্ছায় তাদের নিজ ভূমে ফিরে যাক।
তিনি আরও বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান দ্বিপক্ষীয়ভাবে হওয়া উচিত। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হোক। এটাই চীনের চাওয়া।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com