
সালথায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৫
প্রকাশ: ০৫ নভেম্বর ২২ । ২১:২৫ | আপডেট: ০৫ নভেম্বর ২২ । ২১:৩৩
সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ছবি- সংগৃহীত।
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের পর নৌকার বিজয় মিছিলে হামলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভাবুকদিয়া ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণার পর নৌকার সমর্থকরা বিজয় মিছিল করেন। সে সময় মিছিলে হামলার ঘটনা ঘটে। পাভেল মাতুব্বর, কবির মিয়া, সোবাহান মোল্লা গ্রুপের লোকজন এবং মুরাদ মেম্বার, অ্যাডভোকেট ইব্রাহিম, হায়দার মোল্লা গ্রুপের লোকজন নিজ নিজ বাড়ি থেকে ঢাল, কাতরা, সড়কি, বাঁশের লাঠি, ইটের টুকরো নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত উভয় গ্রুপের ৫ জন আহত হন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
আজ শনিবার সকাল ৮টায় ফরিদপুর-২ আসনের (নগরকান্দা, সালথা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন) উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষে হয়। বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী লাবু। তিনি আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী প্রয়াত সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ ছেলে।
লাবু পেয়েছেন ৬৮ হাজার ৮১২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের প্রার্থী (বটগাছ প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট। আর এই নির্বাচনে ভোট পড়েছে মোট ২৬ দশমিক ২৭ শতাংশ।
ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয়ের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ফরিদপুর-২ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com