বিমস গোল্ড মেডেল পেলেন দুই বিচারপতি, এক সাংবাদিক

প্রকাশ: ০৫ নভেম্বর ২২ । ২২:০৬ | আপডেট: ০৫ নভেম্বর ২২ । ২২:০৬

সমকাল প্রতিবেদক

বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এ সম্মাননা প্রদান করে।

মেডিয়েশনের মাধ্যমে শান্তি স্থাপন ও প্রচার-প্রচারে ভূমিকা রাখায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ও একজন সাংবাদিককে বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়েছে। আজ শনিবার সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) তাদেরকে এ সম্মাননা প্রদান করে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম। 

এদিন নেদারল্যান্ডের আরবিট্টেশন কমিটির স্থায়ী সদস্য ও আইন কমিশনের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ তাদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন। 

অনুষ্ঠানে বিমসের চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক আব্দুন নূর দুলাল, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, বিমসের রিজওনাল ডিরেক্টর ড. নর্মতা পান্ডে, কমিউনিটি মেডিয়েশন সেন্টারের চেয়ারম্যান সেলিমা সোবহান খসরু, আইনজীবী আমিনুল হক হেলাল প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে 'বিচারক ও আইনজীবীদের মর্যাদা ও গৌরব' শীর্ষ মূল প্রবন্ধ পাঠ করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইনজীবী পঙ্কজ কুমার কুন্ডু।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com