মেয়ের বৌভাতের অনুষ্ঠানে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রকাশ: ০৫ নভেম্বর ২২ । ২২:১৭ | আপডেট: ০৫ নভেম্বর ২২ । ২২:১৭

সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর টিকাটুলি এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আবদুল মোতালেব মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় তিনি মেয়ের বৌভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্নিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহতের জামাতা ওমর ফারুক জানান, শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পাকুন্দা নামাপাড়া গ্রামের মুক্তা বেগমের সঙ্গে তার বিয়ে হয়। ঢাকার টিকাটুলির হুমায়ুন সাহেবের বাড়ি সংলগ্ন রেললাইনের পাশে তাদের বাড়ি। শনিবার ছিল বৌভাতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তার শ্বশুর মোতালেব মিয়া। পরে মেয়েকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরার কথা ছিল তার। সন্ধ্যা ৭টার দিকে সবাই বরের বাড়িতে আড্ডা দিচ্ছিলেন। এর মধ্যে মোতালেব বাড়ি থেকে বের হয়ে টিকাটুলি মোড়ে যান। এর কিছুক্ষণ পরই তারা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন, মোতালেব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। উপস্থিত লোকজনের মাধ্যমে জানতে পারেন, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি। তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি গ্রামে কৃষিকাজ করতেন।

ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com