করোনায় মৃত্যুহীন দিন, শনাক্ত কমে ২২

প্রকাশ: ১২ নভেম্বর ২২ । ২২:৩১ | আপডেট: ১২ নভেম্বর ২২ । ২২:৩১

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

দেশে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) পরীক্ষা বিবেচনায় কোভিড রোগী কমে ২২ জনে দাঁড়িয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ছয়দিন করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করে এই ২২ জন নতুন রোগী শনাক্ত করা হয়। যা আগের দিনের তুলনায় অর্ধেকের কম। শুক্রবার দেশে ৪৮ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল। তাতে শনাক্তের হার হয়েছে ১ দশমিক ২০ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৯৭ শতাংশ। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ১৩১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪২৬ জনে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ১৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। 

এদিকে দেশের ৬১টি জেলায় কোনো রোগী শনাক্ত হয়নি গত এক দিনে। আর ৪৪টি জেলায় কোনো নমুনাই পরীক্ষা করা হয়নি গত একদিনে। অপরদিকে দুইমাস ধরে করোনায় রোগীশূন্য চট্টগ্রাম।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com