আড়াই মাস ধরে অবরুদ্ধ দুই পরিবার

প্রকাশ: ১৩ নভেম্বর ২২ । ১৭:৫৬ | আপডেট: ১৩ নভেম্বর ২২ । ১৮:২৮

কেশবপুর (যশোর) প্রতিনিধি

দখল হয়ে যাওয়া বসতভিটার সামনে দাঁড়িয়ে নন্দ দুলাল চক্রবর্তী। ছবি- সমকাল

কেশবপুরের মঙ্গলকোট গ্রামে দুটি পরিবার প্রায় আড়াই মাস ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। আদালতে মামলা চলাকালীন একটি চক্র জমি দখল করে নেওয়ায় তারা এ অবস্থার শিকার বলে অভিযোগে জানা গেছে।

জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার পর পুলিশ ঘটনাস্থলে গেলেও সমস্যার সমাধান হয়নি। পরিবার দুটি রোববার ইউএনওর দপ্তরে অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলকোট গ্রামের নন্দ দুলাল চক্রবর্তী (৬৫) ও বিশ্বনাথ চক্রবর্তী (৬০) পরিবার নিয়ে তাঁদের পৈতৃক বাড়িতে বসবাস করে আসছেন। তবে গ্রামের একটি চক্র বসতভিটার অংশসহ প্রায় দুই একর জমি দখল করেছে। ফলে পরিবার দুটি অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় সাজ্জাত আলীর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। সম্পত্তি নিয়ে প্রায় আট বছর আদালতে মামলা চলছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

নন্দ দুলাল চক্রবর্তী বলেন, ওই জমি ছাড়াও আরও ৩৭ শতাংশ জমি তিনজন জোর করে দখল করে নিয়েছে। ৯৯৯ নম্বরে ফোন করার পর পুলিশ আসে। তবে কোনো সহযোগিতা না করে চলে গেছে।

মঙ্গলকোট উপসহকারী ভূমি কর্মকর্তা সাইফুল কবির বলেন, স্থানীয় সাজ্জাত আলী আদালতের একটি রায় নিয়ে এসে জমি নামজারি করেছেন। এর বিরুদ্ধেও নন্দ দুলাল সম্প্রতি মামলা করেছেন, যা চলমান। এ অবস্থায় বিরোধপূর্ণ জমি বেচাকেনা বৈধ নয়।

সাজ্জাত আলী বলেন, জমির সব কাগজপত্র বৈধ। তাই জমি নিয়ে যা কিছু হচ্ছে সবই বৈধ। কেশবপুর থানার এসআই আবুবকর সিদ্দিক জানান, ঘটনাস্থলে গিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে কেউ মামলা না করায় আর খোঁজ নেওয়া হয়নি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com