
বিমানের ঢাকা-জাপান ফ্লাইট উড়বে এ মাসেই
প্রকাশ: ১৪ নভেম্বর ২২ । ০১:০৮ | আপডেট: ১৪ নভেম্বর ২২ । ০১:০৮
সমকাল প্রতিবেদক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (ফাইল ফটো)
চলতি মাসেই ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট শুরুর পরিকল্পনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বিষয়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। রোববার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদ হোসেন সমকালকে এ তথ্য জানান।
বিমান এমডি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই ঢাকা-নারিতা রুটে ফ্লাইট শুরু হবে। তবে এর সম্ভাব্য তারিখ আগামী ২৯ নভেম্বর। সবকিছু ঠিক থাকলে এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে জাপানের নারিতার উদ্দেশে উড়াল দেবে বিমানের প্রথম একটি বাণিজ্যিক ফ্লাইট। ২ ডিসেম্বর যাত্রী নিয়ে বিমানের ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।
বিমান কর্মকর্তারা জানান, নারিতায় ফ্লাইট চালুর ক্ষেত্রে জাপান সরকারের অনুমোদন পেয়েছে বিমান। সম্প্রতি বিদেশি পর্যটকদের জন্য জাপানকে উন্মুক্ত ঘোষণা করা হয়। ধারণা করা হচ্ছে, এ কারণেই দেশটিতে বিমানের পরিষেবা পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে যাচ্ছে। এতদিন করোনাভাইরাসের কারণে জাপানে পর্যটক ভ্রমণ নিষিদ্ধ ছিল। ঢাকা থেকে সরাসরি আকাশপথে নারিতা যেতে সময় লাগে প্রায় সাড়ে ১০ ঘণ্টা।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com