
পান বরজে চুরি: দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেল কলা ব্যবসায়ীর
প্রকাশ: ১৪ নভেম্বর ২২ । ১৩:৪৬ | আপডেট: ১৪ নভেম্বর ২২ । ১৫:২৭
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

নিহত সাইদের স্বজনদের আহাজারি। ছবি- সমকাল
ঝিনাইদহে শৈলকুপায় পান বরজে চুরির ঘটনায় দুই গ্রামবাসীর সংঘর্ষে সাইদ বিশ্বাস (৫০) নামের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়ে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এতে আরও ১০ জন আহত হয়েছেন বলে জনা গেছে। নিহত সাইদ কেষ্টপুর গ্রামের মৃত জাবেদ বিশ্বাসের ছেলে।
উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার কেষ্টপুর গ্রামের দেব প্রসাদের পানের বরজে চুরির ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে সোমবার সকালে কেষ্টপুর গ্রামের তরিকুল নামের এক ব্যক্তি বিএলকে বাজারে তেল কিনতে এলে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সমর্থকরা তার ওপর হামলা চালায়।
এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল মান্নানের সমর্থক এবং কপিল বিশ্বাসের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইদ বিশ্বাসসহ অন্তত ১০ জন আহত হন। আহত সাইদকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ইউপি সদস্য আব্দুল মান্নান।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাস বলেন, মান্নানের সমর্থকরা আগে তার সমর্থকদের ওপর হামলা চালায়। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কেষ্টপুর গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকায় অভিযান শুরু হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com