
৩ দফা দাবিতে গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির উপাচার্য তিন ঘণ্টা অবরুদ্ধ
প্রকাশ: ১৪ নভেম্বর ২২ । ১৫:৩৬ | আপডেট: ১৪ নভেম্বর ২২ । ১৫:৩৬
গোপালগঞ্জ প্রতিনিধি

চাকরি স্থায়ীকরণসহ ৩ দফা দাবিতে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের শিক্ষকরা উপাচার্যকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপাচার্যকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে শিক্ষকরা উপাচার্যের কক্ষ থেকে তালা খুলে দেন।
বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক আফরোজা খানম জানান, ২৩ শিক্ষক-কর্মচাররি চাকরি স্থায়ীকরণ, মূল ভবনে স্কুল স্থানান্তর ও অধ্যক্ষ নিয়োগের দাবিতে বেলা ১১ টার দিকে উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুবের কক্ষের গেটে তালা ঝুলিয়ে দিয়ে দাবি আদায়ের শ্লোগান দেন। পরে দুপুর ২ টার দিকে উপাচার্য মহোদয় বিষয়টি রিজেন্টবোর্ডে উপস্থাপন করে সমাধানের আশ্বাস দিলে তারা তালা খুলে দেন।
শিক্ষক আফরোজা খানম আরও জানান, আন্দোলন কর্মসূচি আগামী ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ৭ দিনের মধ্যে বিষয়টি সমাধান না হলে তারা আন্দোলনে যাবেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য ইউজিসির অভিন্ন নীতি মালা হুবহু পাশ কারার প্রতিবাদে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ২ দফা দাবিতে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ৬ দিন ধরে বন্ধ রয়েছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও প্রক্টর ড.মো. কামরুজ্জামান বলেন, শিক্ষদের ক্লাস বর্জন নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক চলছে। আর স্কুল শিক্ষকদের সাথে বসে তাদের বিষয়টি রিজেন্টবোর্ডে পাঠানো হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com