
বার্মিংহ্যামের মেয়রের সম্মানে ব্যারিস্টার তাপসের মধ্যাহ্নভোজ
প্রকাশ: ১৪ নভেম্বর ২২ । ১৮:২৫ | আপডেট: ১৪ নভেম্বর ২২ । ১৮:২৫
সমকাল প্রতিবেদক

যুক্তরাজ্যের বার্মিংহ্যামের (ওয়েস্ট মিডল্যান্ডস) মেয়র অ্যান্ডি স্টিটকে আপ্যায়ন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সোমবার দুপুরে নগরভবনে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে তাকে আপ্যায়ন করা হয়। এ জন্য নগরভবন প্রাঙ্গণে পানির ফোয়ারার পাশে প্যান্ডেল তৈরি করা হয়।
এর আগে দুই মেয়র ঢাকা ও বার্মিংহাম শহরের ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পরে ডিএসসিসির শীর্ষ কর্মকর্তা, প্যানেল মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে বার্মিংহামের মেয়রকে পরিচয় করিয়ে দেন ব্যারিস্টার তাপস। পরে নগরভবন প্রাঙ্গণে একটি কদম ফুলের গাছ রোপন করেন অ্যান্ডি স্টিট।
এ সময় ডিএসসিরর শীর্ষ কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, যুক্তরাজ্যের বার্মিংহ্যামের মেয়র অ্যান্ডি স্টিটের বাংলাদেশে এটাই প্রথম সফর। গত ১৩ নভেম্বর বিকেলে তিনি ঢাকা পৌঁছান। ১৫ নভেম্বর মঙ্গলবার সিলেটে কয়েকটি অনুষ্ঠানে যোগদান শেষে সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com