
খড় কেটে ফেরার পথে পদ্মায় নৌকাডুবিতে দুই নারী নিহত
প্রকাশ: ১৪ নভেম্বর ২২ । ১৯:৫৭ | আপডেট: ১৪ নভেম্বর ২২ । ১৯:৫৭
রাজশাহী ব্যুরো

প্রতীকী ছবি
রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। নিহতেরা হলেন রাজশাহীর দামকুড়া ইউনিয়নের সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম (৩৫) এবং আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)।
রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘আজ সোমবার সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারে চরে যান। খড় কেটে বিকেলে তারা একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের নৌকাটি ডুবে যায়। এসময় অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন আসিয়া ও রাশেদা। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় পদ্মার ধারে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতদের স্বজনেরা লাশ নিয়ে গেছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com