নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

প্রকাশ: ১৪ নভেম্বর ২২ । ২০:৪২ | আপডেট: ১৪ নভেম্বর ২২ । ২১:৩৩

সমকাল প্রতিবেদক

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতির উদ্যোগে মরহুম সিরাজুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালের আঙ্গিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া। 

অনুষ্ঠানটি উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন ঔষধ কোম্পানি বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা করে। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম এবং সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার, নার্স, বিভিন্ন ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সেবাপ্রত্যাশীরা। 

অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে ডায়াবেটিস নীতিমালা প্রণয়নের দাবি জানান। তারা বলেন, ‘নীতিমালা প্রণীত হলে ফাস্টফুড প্যাকেটে এবং কোমল পানীয়ের বোতলে লেখা থাকবে এ সকল খাবার কিভাবে শরীরে সুগারের পরিমাণ বাড়িয়ে দেয়। এ সকল খাবারের কারণে শরীরের কি কি ক্ষতি হয় তা-ও উল্লেখ থাকবে। ফলে জনগন সচেতন হয়ে ক্ষতিকর খাবার গ্রহণে বিরত থাকবে।’

উল্লেখ্য, কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানী ইনসুলিনের আবিষ্কারক নোবেলবিজয়ী স্যার ফ্রেডরিক গ্রান্ড বেন্টিংয়ের জন্মদিন ১৪ নভেম্বরকে সম্মান দেখিয়ে ফ্রেডরিক এর জন্মশতবার্ষিকীতে ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন এবং বিশ্বস্বাস্থ্য সংস্থা দিনটিকে বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com