
‘স্বার্থপর’ এমবাপ্পের ‘ইগোয়’ ভয় ফ্রান্সের
প্রকাশ: ১৪ নভেম্বর ২২ । ২০:৪৮ | আপডেট: ১৪ নভেম্বর ২২ । ২০:৪৮
স্পোর্টস ডেস্ক

ফ্রান্সের জার্সিতে এমবাপ্পে। ছবি: ফাইল
সেরা হতে চাওয়া খারাপ না। যেমনটা চান ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তা যদি দলের ক্ষতি করে? ইগো থাকাও ভালো। যদি তা দলের জয়ের জন্য হয়। কিন্তু পিএসজির এমবাপ্পে ‘স্বার্থপরের’ মতো গোল করতে চান। তার প্রচণ্ড ‘ইগো’ বিশ্বকাপে ফ্রান্সের ক্ষতির কারণ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ইমানুয়েল পেটিট।
আর্সেনাল ও বার্সেলোনায় খেলা সাবেক এই মিডফিল্ডার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ফ্রান্স যখন সুইজারল্যান্ডের কাছে হারল (ইউরো ২০২১) খেলোয়াড়রা নিজেদের মধ্যে হাতাহাতি করেছে, এমনকি স্ট্যান্ডে তাদের পরিবারের সামনে বিবাদ করেছে। তাদের মধ্যে ফ্রি কিক, পেনাল্টি নেওয়া নিয়ে তর্কাতর্কি হয়েছে। আমি জানি, দক্ষতা, যোগ্যতার বিচারে দলের জন্য এমবাপ্পে খুবই বড় একজন খেলোয়াড়। তার রোনালদোর মতো বিশ্বের সেরা হওয়ার আকাঙ্ক্ষা আছে। যা খারাপ না। কিন্তু তার মাথায় রাখতে হবে, যেন নিজের উচ্চাকাঙ্ক্ষা দলের ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়।’
পেটিট জানিয়েছেন, এমবাপ্পের আকাঙ্ক্ষা হতে হবে দলের উপকারের জন্য। দলকে লক্ষ্যে পৌঁছে দিতে লক্ষ্য ঠিক করলে তা ঠিক আছে। এমবাপ্পে যদি বোঝেন এবং দলকে বলেন যে, তিনি দলের সেবায় সদা প্রস্তুত। সেটা হবে ফ্রান্স দলের জন্য খুব বড় একটা বিবৃতি এবং পাওয়া। কিন্তু ইগো যদি বড় হয়ে ওঠে ভুগতে হবে ফ্রান্সের।
ক্লাব ক্যারিয়ারে মোনাকোর হয়ে প্রায় তিনশ’ ম্যাচ খেলা পেটিট বলেছেন, ‘এমবাপ্পের ইগো খুব বেশি হতে পারে, সেটা ব্যাপার নয়। বড় টুর্নামেন্ট জিততে মাঠে অনেক সময় বেশি ইগো দেখাতে হয়। কিন্তু তা যেন ড্রেসিংরুমে প্রভাব না ফেলে এবং দলে ভারসাম্য নষ্ট না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি ড্রেসিংরুমের সদস্য হন এবং দেখেন যে একজন সবসময় “আমি, আমি, আমি” করে জ্বালাতন করছে, সেটা ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট করবে। ফ্রান্সকে তার (এমবাপ্পে) চাওয়া ও দলের চাওয়ার মধ্যে ভারসাম্য আনতে হবে।’
ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ে এমবাপ্পে বড় ভূমিকা রেখেছিলেন। তরুণ এমবাপ্পে রাশিয়া বিশ্বকাপে ছিলেন একটা বিশাল ঢেউয়ের মতো। তার বয়স ২৩ হলেও এখন তিনি সিনিয়র হয়েছেন। দলে প্রভাব বিস্তার করতে শুরু করেছেন। তার স্বার্থপরতা, ইগোর প্রভাব এরই মধ্যে পিএসজিতে পড়তে শুরু করেছে। নেইমার-মেসির সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব। বেনজেমা-গ্রিজম্যানদের সঙ্গে তার সমন্বয় না হলে দুর্দান্ত দল নিয়ে টপ ফেবারিট হয়ে বিশ্বকাপে যাওয়া ফ্রান্স হতাশ হতে পারে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com