
ঢাকার ঠাটারীবাজারে ইজারার ওপর স্থিতাবস্থা হাইকোর্টের
প্রকাশ: ১৭ নভেম্বর ২২ । ১৯:১০ | আপডেট: ১৭ নভেম্বর ২২ । ১৯:১০
সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি
পুরান ঢাকার ঠাটারীবাজারে সবজি ও মাছ দোকানদারদের ওপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন করে ইজারা কার্যক্রমে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন।
রুলে নতুন করে ইজারা জারির বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১৯৯ দোকানদারের ওপর কোনো হয়রানি করা যাবে না।
ঢাকার কাপ্তানবাজার ও ঠাটারীবাজার মৎস্য, কাঁচামাল সবজি বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডের আক্তার হোসেনসহ ১৯৯ দোকানদার গত ৬ নভেম্বর হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে চুড়ান্ত বরাদ্দ থাকা অবস্থায় নতুন করে ঠাটারীবাজারে মাছ ও সবজি দোকান নিয়ে ডিএসসিসির বিজ্ঞপ্তি জারির বিষয়টি চ্যালেঞ্জ করা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এসআরএম লুৎফর রহমান আকন্দ এবং ডিএসসিসির পক্ষে আইনজীবী মিজবাহুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com