পররাষ্ট্রমন্ত্রীর পদেই থাকছেন আব্দুল মোমেন

প্রকাশ: ২১ নভেম্বর ২২ । ১৮:১৬ | আপডেট: ২১ নভেম্বর ২২ । ১৮:১৬

সমকাল প্রতিবেদক

ড. এ কে আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান আহাদ ও এরশাদ হোসেন রাশেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন ও সামসুন নাহার লাইজু।

আব্দুল মোমেনের পররাষ্ট্রমন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদের পক্ষে ওই রিটটি দায়ের করেন মোস্তাফিজুর রহমান আহাদ। মন্ত্রীর বক্তব্যে শপথ ভঙ্গ হয়েছে দাবি করে রিটে তার পদত্যাগ চাওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব ও পররাষ্ট্রমন্ত্রীকে বিবাদী করা হয়।

রিটের শুনানিতে মোস্তাফিজুর রহমান আহাদ আদালতকে বলেন, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বিতর্কিত বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন এবং সংবিধান লঙঘন করেছেন। তিনি দেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন।

তবে রাষ্ট্রপক্ষ রিটকারী আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন। তারা বলেন, রিটকারীরা পাবলিসিটির জন্য রিট করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পত্রিকায় ভুলভাবে এসেছে। এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদও (রিজয়েন্ডার) জানিয়েছেন।

তখন আদালত রাষ্ট্রপক্ষকে বক্তব্যের স্বপক্ষে কাগজপত্র দাখিল করতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় রিটটি খারিজ করা হয়।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে জন্মাষ্টমী উৎসবের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি। আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হলে সামলোচনার ঝড় ওঠে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com