
ইরানে হিজাব ছাড়া প্রকাশ্যে আসা দুই অভিনেত্রী গ্রেপ্তার
প্রকাশ: ২১ নভেম্বর ২২ । ২১:২৯ | আপডেট: ২১ নভেম্বর ২২ । ২১:৫০
অনলাইন ডেস্ক

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় দেশটির খ্যাতিমান দুই অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।
গ্রেপ্তার হওয়া অভিনেত্রীরা হলেন হেঙ্গামেহ গাজিয়ানি ও কাতায়ুন রিয়াহি। তাঁরা মাথার হিজাব ছাড়া প্রকাশ্যে এসেছিলেন। দুই অভিনেত্রীকে গ্রেপ্তারের ঘটনাকে বিক্ষোভকারীদের প্রতি সংহতি হিসেবে দেখা হচ্ছে।
সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানায়। খবর এএফপির।
প্রতিবেদনে বলা হয়, ইরানের কৌঁসুলির কার্যালয়ের আদেশক্রমে দুই অভিনেত্রীকে আটক করা হয়। তাঁরা ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের উদ্দেশ্যে গোপন আঁতাত ও অপতৎপরতা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।গাজিয়ানি ও কাতায়ুন একাধিক পুরস্কারজয়ী অভিনেত্রী। গ্রেপ্তারের আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন গাজিয়ানি।
তিনি লিখেছিলেন, 'যা-ই ঘটুক না কেন; জেনে রাখুন- আমি বরাবরের মতো ইরানের জনগণের পাশে থাকব। এটাই হয়তো আমার শেষ পোস্ট।'
গত সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয়। নির্যাতনে মাহসার মৃত্যু হয়েছে- দাবি করে ইরানের মানুষ রাস্তায় নেমে আসে। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ এ বিক্ষোভে সমর্থন দেন। কর্তৃপক্ষের দমন-পীড়ন সত্ত্বেও এ বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এদিকে ইরানি কর্তৃপক্ষ চলমান বিক্ষোভকে 'দাঙ্গা' হিসেবে উল্লেখ করছে। তাদের ভাষ্য, বিদেশি শত্রুরা এ বিক্ষোভে মদদ দিচ্ছে। বিক্ষোভে সংশ্লিষ্টতার অভিযোগে কমপক্ষে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com