বিশ্বকাপ ফুটবল উপলক্ষে

কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা

প্রকাশ: ২২ নভেম্বর ২২ । ১২:৩৭ | আপডেট: ২২ নভেম্বর ২২ । ১২:৩৭

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আর্জেন্টিনার সমর্থক কাজী অর্জনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি কুরপালা কাজী বাড়ি থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় আর্জেন্টিনার সমর্থক অনামিকা ফকির, কাজী তনু, কাজী মাহাবুল, রুবেল হাওলাদার, ইয়ার আলী হাওলাদার, কাজী তমাল, সজিব হাওলাদার, কাজী রতন, রনি হাওলাদার উপস্থিত ছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com