
ঢাবির জগন্নাথ হলের ১০ তলা থেকে ‘পড়ে’ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: ২৩ নভেম্বর ২২ । ১১:৪৫ | আপডেট: ২৩ নভেম্বর ২২ । ১২:২৬
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

লিমন কুমার রায়। ছবি- সংগৃহীত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সন্তোষ চন্দ্র ভবনের ১০ তলা থেকে 'পড়ে' লিমন কুমার রায় নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা না নিশ্চিত হওয়া যায়নি।
আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
লিমন কুমার ২০১৯-২০ সেশনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (২৬ ব্যাচ) তৃতীয় বর্ষে পড়তেন। তার বাড়ি রংপুরে।
তার এক সহপাঠী সমকালকে বলেন, আমরা এখন ঢামেক হাসপাতালে আছি। সকালেও লিমন বিভাগের মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিয়ে জানতে চেয়েছে, আজকে ক্লাস হবে কিনা? তার কিছুক্ষণ পরেই আমরা তার লাফ দেওয়ার কথা শুনি। সে খুবই হাসিখুশি ছেলে। আত্মহত্যা বলে মনে হচ্ছে না।
আরেক সহপাঠী জানান, সকালে হলের ১০ তলা থেকে নিচে পড়ে যায় লিমন। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক লিমন কুমারকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহাকে কয়েকবার ফোন দেওয়া হলে ফোন ব্যস্ত পাওয়া যায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com