
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু
প্রকাশ: ২৩ নভেম্বর ২২ । ২১:৩০ | আপডেট: ২৩ নভেম্বর ২২ । ২১:৩০
সমকাল প্রতিবেদক

ডেঙ্গুতে গত চব্বিশ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ২৪০ জনের মৃত্যু হলো। তাঁদের মধ্যে ১৪৫ জন ঢাকা মহানগরীর এবং ঢাকার বাইরের ৯৫ জন। ২০০০ সালে দেশে প্রথম ডেঙ্গু শনাক্ত হওয়ার পর এটিই এক বছরে সর্বোচ্চ মৃত্যু।
তবে নতুন শনাক্তের সংখ্যা সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ৫৪ হাজার ৪০৫ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩৪ হাজার ৮৮৮ জন রাজধানীতে ও ১৯ হাজার ৫১৭ জন বাইরের। নতুন শনাক্ত ৪৭৭ রোগীর মধ্যে ঢাকার বাসিন্দা ২৬২ ও ঢাকার বাইরের ২১৫ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৮২। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৭৫ এবং ঢাকার বাইরে ৯০৭ রোগী। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৮৩ জন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com