
রাজধানীতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ৬ ডিসেম্বর
প্রকাশ: ২৩ নভেম্বর ২২ । ২৩:২৩ | আপডেট: ২৩ নভেম্বর ২২ । ২৩:২৩
সমকাল প্রতিবেদক

আগামী ৬ ডিসেম্বর রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। 'বিরোধী রাজনৈতিক শক্তির ওপর গুলি-হত্যা, নিপীড়ন-নির্যাতন, মামলা-হামলার প্রতিবাদে' জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হবে। বুধবার রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিদ্যুৎ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা হয়। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, বিদ্যুৎ খাতে সরকারের দুর্নীতি ও লুটপাটের দায় জনগণের কাঁধে চাপানো হচ্ছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ শুধু শিল্পোদ্যোক্তাদের ওপর নয়, বরং সাধারণ ভোক্তাদের ওপর এসেও পড়বে। এটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে ত্বরান্বিত করবে এবং রপ্তানি খাতে চাপ ফেলবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com