লক্ষ্মীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ০৯:৫৬ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ০৯:৫৬

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর হাসপাতাল। ছবি-সংগৃহীত

লক্ষ্মীপুর পৌরশহরে ফেরদৌস বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফেরদৌস বেগম সদর উপজেলার মান্দারী এলাকার মো. মারুফ মেয়ে ও লক্ষ্মীপুর পৌরশহর আবিরনগর এলাকার ওষুধ ব্যবসায়ী রাব্বির স্ত্রী।

জানা যায়, রাতে স্ত্রীর মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন নিহতের স্বামী রাব্বী। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে ওই নারী আত্মহত্যা করতে পারে।

তবে নিহতের পরিবারের দাবি ওষুধ ব্যবসায়ী রাব্বী তাদের মেয়েকে ফুঁসলিয়ে বিয়ে করার পর আবার অন্যমেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। ফলে সে তাদের মেয়েকে হত্যা করেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ফেরদৌসকে তিন বছর আগে প্রেম করে বিয়ে করেন রাব্বি। এরপর থেকে প্রায়ই অন্য মেয়েদের সঙ্গে মোবাইলে কথা বলা নিয়ে রাব্বীর সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হতো।

নিহতের স্বামী রাব্বী বলেন, অন্য মেয়েদের সঙ্গে মোবাইলে কথা বলি এমন সন্দেহ করে ফেরদৌস আমার সঙ্গে প্রায়ই ঝগড়া করত। একই কারণে মঙ্গলবার রাতেও তার সঙ্গে আমার ঝগড়া হয়। এরপর বুধবার রাতে আমাকে ফোন করে বাসায় আসতে বলে ফেরদৌস। বাসায় এসে দেখি সে ফাঁস নিয়েছে। পরে জীবিত ভেবে তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক জয়নাল আবদিন জানান, ফেরদৌস বেগমের মরদেহ ময়নাতদন্ত করলে বলা যাবে মৃত্যুর রহস্য।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলে উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি সদর হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে  পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com