মোটরসাইকেলের নৌকা নিয়ে মাগুরা থেকে যশোরে শহর আলী

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ১০:০৫ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ১৩:০৭

যশোর অফিস

যশোরে নৌকার সামনে শহর আলী। ছবি: সমকাল

যশোর জেলা শহরে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাগুরার শালিখা উপজেলার সরশুনা গ্রাম থেকে মোটরসাইকেলের নৌকা চালিয়ে এসেছেন। ঘুরছেন গোটা শহরে। পথচরীরাও দেখে মুগ্ধ। ৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের নৌকার ফ্রেম বসিয়ে বুধবার দুপুরে যশোরের উদ্দেশ্যে রওনা দেন শহর আলী। তিনি মূলত বাউল গান করেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এরকম নৌকা বানিয়ে মাগুরা থেকে ছুটে এসেছেন।

শহর আলী সমকালকে বলেন, ‘আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা আছে, তাই এই নৌকা নিয়ে এসেছি। মানুষকে আনন্দ দেবে, নিজেও আনন্দ পাব।’

প্রধানমন্ত্রীর জনসমাবেশ শেষ হওয়া পর্যন্ত যশোরে থাকবেন শেখ শহর আলী। জনসভার এলাকায় নৌকা নিয়ে ঘুরবেন এবং বাউল গান শোনাবেন বলে জানান তিনি।

আজ যশোর জেলা শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই ভেন্যুসহ পুরো শহর সমাবেশস্থলে পরিণত করতে সাত দিন ধরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনসভাকে ঘিরে প্রচার-প্রচারণা, আর স্লোগানে মুখর যশোর। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ এবং উন্নয়নের নতুন ভাবনার কথা শুনতে অপেক্ষায় রয়েছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com