গোপালগঞ্জে নবান্ন উৎসব

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ১১:১৬ | প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি

নবান্ন উৎসবে নৃত্য পরিবেশনার একটি মুহূর্ত

আনন্দঘন পরিবেশে গোপালগঞ্জে নবান্ন উৎসব হয়েছে। গতকাল বুধবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিভিন্ন বয়সের মানুষ নবান্ন উৎসবে মেতে আনন্দ ভাগাভাগি করে নেন। উৎসবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাংলার আবহমান ঐতিহ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে আগতদের রকমারি পিঠা দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করে জেলা শিল্পকলা একাডেমি।

নবান্ন উৎসব উপলক্ষে বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে তিনটি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ের ১২০ জন প্রতিযোগী অংশ নেয়। তাদের রং-তুলিতে আবহমান বাংলার চিরায়ত রূপ ফুটে ওঠে। বিকেল ৪টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এতে নবান্নের সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। শিল্পীদের জমজমাট পরিবেশনা থেকে উপস্থিত দর্শক নির্মল আনন্দ উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক শাহিদা সুলতানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য পাঁচজন শিল্পীর হাতে বিশেষ সম্মাননা সনদ তুলে দেন। এরপর তিনি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com