অসামান্য অভিনেতা

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ১১:১৩ | প্রিন্ট সংস্করণ

আবুল হায়াত

'দেওয়ান গাজীর কিসসা' নাটকে রুনা খান, আবুল হায়াত ও আলী যাকের

শিল্পীর মৃত্যু নেই- বরেণ্য অভিনেতা ও নির্দেশক আলী যাকেরের চলে যাওয়ায় এ কথাই বলতে চাই। দেখতে দেখতে তাঁকে ছাড়া তিন বছর পার করলাম। তিনি ছিলেন আমাদের বাতিঘর। প্রতি বছরের ২৭ নভেম্বর মনে করিয়ে দেয় বেদনাদায়ক দিনটির কথা; যেদিন আমাদের ছেড়ে অন্য ভুবনে চলে গেছেন একজন সফল মানুষ, আমার প্রিয় বন্ধু, নাট্যাঙ্গনের ভালোবাসার মানুষের 'ছটলু ভাই'। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু এই তো সেদিনের কথা! দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। কিন্তু রেখে গেছেন তাঁর অসাধারণ সব সৃষ্টি। তাঁর সঙ্গে কাটানো অনেক স্মৃতি এখনও চোখে জ্বলজ্বল করছে। 'বুড় সালিকের ঘাড়ে রোঁ' নাটকে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাঁর সঙ্গে আমার প্রথম দেখা।

এরপর তাঁর সঙ্গে বহু পথ পাড়ি দিয়েছি। তাঁর নির্দেশনায় অভিনয় করেছি 'বাকি ইতিহাস' নাটকে। এ রকম একজন গুণী নির্দেশকের নির্দেশনায় অভিনয় করতে পারা আমার জীবনের গর্বের মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। সেই নাটকের পর আমাদের মধ্যে বন্ধুত্ব ও পারিবারিক বন্ধন গড়ে ওঠে। আমাদের দু'জনের শেষ দেখা হয় করোনাভাইরাসের সময় দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার আগে। ওই সময় আলী যাকেরের বাসায় গিয়েছিলাম। পুরোনো দিনের স্মৃতিচারণ করে মধুর সময় কাটিয়েছি। আমার অভিনয়ের প্রশংসা করতেন সবসময়। তিনি বলতেন সহ-অভিনেতা হিসেবে আমি নাকি অসাধারণ।

আরও বলতেন আমি পাশে থাকলে তিনি নির্ভরশীলতা অনুভব করেন। বহুমাত্রিক মানুষটি সবসময় সৃষ্টির চিন্তায় বিভোর থাকতেন। নানান পরিচয়ে তিনি পরিচিত ছিলেন। তিনি অভিনয় করতে, গান গাইতে ভালোবাসতেন। অভিনয়ের প্রতি তাঁর এক ধরনের উন্মাদনা ছিল। এ ছাড়া দেশীয় বিজ্ঞাপন শিল্পের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে তাঁর সুনাম ছড়িয়ে পড়েছিল। ব্যক্তিমানুষ হিসেবেও ছিলেন অসাধারণ।

সব বিষয়েই গভীর আগ্রহ ছিল তাঁর; যে কোনো বিষয়ে সবাইকে উৎসাহিত করতেন। বাংলাদেশের নাট্যাঙ্গনের প্রবাদপুরুষ ছিলেন আলী যাকের। নাটকের চর্চা, প্রসার ও নাট্য আন্দোলনে শুরু থেকেই অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি। রচনা, অভিনয় ও নির্দেশনা- শিল্পের তিন মাধ্যমেই ঘটিয়েছিলেন নিজের সফল বহিঃপ্রকাশ। এ দেশের নাটকের সব অর্জন ও সফলতার অংশীদার তিনি। তাঁর কর্মই তাঁকে বাঁচিয়ে রাখবে দীর্ঘকাল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com