জার্মানিকে হারানোয় সৌদির মতো ছুটি চায় জাপানিরা

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ১৩:১৬ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ১৩:১৬

স্পোর্টস ডেস্ক

ছবি- রয়টার্স

আর্জেন্টিনাকে হারিয়ে কাতার বিশ্বকাপের প্রথম অঘটন ঘটায় সৌদি আরব। ঐতিহাসিক এ জয়ের পর দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর জার্মানিকে হারিয়ে দ্বিতীয় অঘটনের জন্ম দেয় জাপান। এই জয়ের পর তারাও দেশটির সরকারের কাছে দুই দিনের সাধারণ ছুটি দাবি করেছে। এমনটাই জানিয়েছে গার্ডিয়ান।

শক্তিশালী জার্মানিকে যখন হারিয়ে দেয় জাপান, তখন দেশটিতে প্রায় মধ্যরাত ছিল। 'মিরাকেল' এই জয় উদযাপন করতে রাস্তান নামেন হাজার হাজার মানুষ। জার্মানির বিপক্ষে যখন জাপান জয় তুলে নেয় তখন দেশটিতে প্রায় মধ্যরাত ছিল। ওই সময়ও এ জয় উদযাপনে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। সেখানকার অনেকে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছে দাবি জানান, সৌদি আরবের মতো জয় উদযাপনে জাপানেও যেন সরকারি ছুটি ঘোষণা করা হয়।

আশ্চর্যজনক ব্যাপার হলো, প্রায় ২৯ বছর আগে কাতারের দোহাতেই কেঁদেছিলেন জাপানি সমর্থকরা। সে বছর ইরাকের বিপক্ষে ১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচে খেলতে নামে জাপান। ম্যাচের শেষ মুহূর্তে ইরাক গোল দিলে তাদের আর বিশ্বকাপ খেলা হয়নি। 

জার্মানির বিপক্ষে জয় পাওয়ার পর দোহার সেই ম্যাচের কথাই বলেছেন অনেক জাপানি। তারা বলছেন, ২৯ বছর আগে যে কষ্ট তারা পেয়েছিলেন জার্মানির বিপক্ষে জয়ের মাধ্যমে সেই কষ্ট লাঘব হয়েছে। তাই সেটা উদযাপন করতেই ছুটির দাবি জানানো হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com