ছাত্রদল নেতা জাপানে, নাশকতা মামলায় আসামি দেশে

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ১৩:৩৪ | প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের করা নাশকতার মামলায় ইসহাক ইসলাম নামে জাপান প্রবাসী এক ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করলেও ফতুল্লায় নাশকতার ঘটনায় করা মামলায় ৩৩ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে তাঁর। গতকাল বুধবার পরিবারের লোকজন এ তথ্য জানানোর পর জাপান থেকে ইসহাক নিজেও তাঁর অবস্থান নিশ্চিত করেছেন। বিএনপি নেতাদের দাবি, মামলাটি যে গায়েবি সেটা আবারও প্রমাণিত হলো। তবে পুলিশ বলছে, তারা বিষয়টি পর্যালোচনা করছে।

গত সোমবার রাতে ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেনের করা মামলায় বলা হয়, গত রোববার ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যা মামলায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে আদালতে হাজিরার দিন ওই বিএনপি নেতারা সড়ক অবরোধ করে জনস্বার্থ বিঘ্নিত, ককটেল বিস্টেম্ফারণ ও নাশকতার জন্য সশস্ত্র জমায়েত হন। মামলায় ৩৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলার ৩৩ নম্বর আসামি করা হয় ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইসহাক ইসলামকে।

ইসহাকের মামা জুয়েল আরমান বলেন, 'আমার ভাগনে ইসহাক চলতি বছরের মার্চে পড়াশোনার জন্য জাপান চলে গেছে।' ইসহাকের সঙ্গে যোগাযোগ করা হলে ভিডিও কলে তিনি বলেন, আমি দেশে থাকা অবস্থায়ও রাজনীতিতে ততটা সক্রিয় ছিলাম না। মার্চের পর থেকে জাপানেই অবস্থান করছি।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এসআই শাহাদাত হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি খোঁজ নিচ্ছেন।

ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল বলেন, মামলায় যে ঘটনা উল্লেখ করা হয়েছে সেদিন এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। আর পুলিশ যে গায়েবি মামলা দিয়েছে সেটা প্রমাণ হলো জাপানে থাকা ব্যক্তিকে আসামি করে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com