বিএনপির সংবাদ সম্মেলন

রাজশাহীতে গণসমাবেশ ঠেকাতে নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ১৪:৩৩ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ১৫:১০

রাজশাহী ব্যুরো

আগামী ৩রা ডিসেম্বর রাজশাহীতে বিএনপির গণসমাবেশ ঠেকাতে বিভাগের প্রতিটি থানাতেই নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। বৃহস্পতিবার রাজশাহীতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা এসব অভিযোগ করেন। তাদের অভিযোগ, গত এক সপ্তাহে রাজশাহী বিভাগের ৮ জেলায় নেতা-কর্মীদের নামে ৪৪ টি মামলায় অন্তত ১০ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগ এনে মামলা করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক নেতা-কর্মীকে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বগুড়ায় ৬টি মামলায় ১৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। জয়পুরহাটে ২টি মামলায় ১২ জন, নওগাঁয় ৬টি মামলায় ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫টি মামলায় ২২ জন, রাজশাহীতে চারটি মামলায় ২ জন, নাটোরে ৫টি মামলায় ৩জন, সিরাজগঞ্জে তিনটি মামলায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আগের সমাবেশগুলোতে ধর্মঘট, গাড়ি-ঘোড়া লঞ্চ চলাচল বন্ধ করা হতো। তবে কোনভাবেই লোকসমাগম ঠেকাতে পারছিলো না। এবারের রাজশাহীর গণসমাবেশে লোকসমাগম ঠেকাতে সরকার নতুন আইটেম, গ্রেপ্তার ও মামলা চালু করেছে। গায়েবি মামলা দিয়ে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সরাসরি বিএনপি নেতা-কর্মীদের নামে বিস্ফোরক, অস্ত্র, নাশকতার মামলা দিচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, এসব মামলা ও গ্রেপ্তার করে যত নির্যাতন করা হবে সমাবেশে লোকসমাগম তত বাড়বে। জনসভা জনসমুদ্রে পরিণত হবে। যত বাধা তত প্রতিরোধ। জনস্রোত কোনভাবেই ঠেকানো যাবে না।

বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ বলেন, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে এসব মামলা আওয়ামী লীগ করলে মানা যেতো। কিন্তু রাষ্ট্রের একটি বাহিনী হয়ে পুলিশ সদস্যরা সরাসরি মামলা করছেন। এটা মানা যায় না। যেসব পুলিশ সদস্য বিএনপি নেতা-কমীর নামে মিথ্যা গায়েবি মামলা করছে, তাদের বিচার করা হবে।

তিনি আরো বলেন, বর্তমান পুলিশের আইজিপিকে আমেরিকা মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এসব কর্মকান্ডের দায়ে যদি গোটা পুলিশ বাহিনীকে নিষেধাজ্ঞা দেয় তবে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।

এবিষয়ে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন,  ককটেলসহ যেখানে যা পাওয়া যাচ্ছে তা উদ্ধার করে পেশাদারিত্বের সঙ্গে পুলিশ মামলা দিয়ে আসামি গ্রেপ্তার করছে। দেশে অরাজকতার চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com