
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনীর
প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ১৪:৫০ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ১৪:৫০
অনলাইন ডেস্ক

আসিম মুনির। ছবি-সংগৃহীত
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন আসিম মুনীর। বৃহস্পতিবার নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করা হয়েছে। দেশটির তথ্যমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এক টুইটা বার্তায় এ তথ্য জানান।
চলতি মাসের শেষের দিকে অবসরে যাচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া।
পাকিস্তান সেনাবাহিনীর নতুন প্রধান হওয়ার দৌড়ে যে ছয়জন লেফটেন্যান্ট জেনারেল ছিলেন তাদের মধ্যে আসিম মুনির সবচেয়ে জ্যেষ্ঠ।
পাকিস্তানে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নিয়ে যতটা চর্চা হয়, ঠিক ততটাই সামনে থাকেন সেনাপ্রধানও। বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ শেষ হয়ে এসেছে। তিন বছর বাড়তি চাকরি করার পর এবার অবসরের সময় আসন্ন।
আগে থেকেই পাকিস্তানের সেনাপ্রধান কে হচ্ছেন তা নিয়ে জল্পনা ছিল। আসিম মুনীরসহ আরও কয়েকজন সেনা কর্মকর্তা এই তালিকায় ছিলেন। শেষ পর্যন্ত নিয়োগ পেলেন মুনীর।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com