
ভারত সিরিজের দল থেকে বাদ শরিফুল-মোসাদ্দেক
প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ২০:০৬ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ২০:০৬
ক্রীড়া প্রতিবেদক

ছবি: ফাইল
ফুটবল বিশ্বকাপের মধ্যে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ৪ ডিসেম্বর শুরু হওয়া ওয়ানডে সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। ওই সিরিজের দলে ফিরেছেন ইনজুরিতে আগের দুই ওয়ানডে সিরিজ মিস করা মিডল অর্ডার ব্যাটার ইয়াসির রাব্বি।
এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন সাকিব আল হাসান। টি-২০ ফরম্যাটে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে ছিলেন না তিনি। তবে বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম দলে নেই। যদিও ‘এ’ দলে রাখা হয়েছে তাকে। বাদ পড়েছেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকেও।
জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন উইকেটরক্ষক নুরুল হাসান। তিনি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে আছেন। একের পর এক পেসাররা ইনজুরিতে পড়ায় ওয়ানডে অভিষেক করানো হয়েছিল ডানহাতি পেসার এবাদত হোসেনকে। ভালো বোলিং করায় এবাদত ভারতের বিপক্ষেও দলে আছেন।
ভারত সিরিজের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com