এবার উরুগুয়েকে হতাশ করলো দক্ষিণ কোরিয়া

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ২১:০০ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ২১:২২

স্পোর্টস ডেস্ক

ছবি: এএফপি

ফুটবল বিশ্বকাপে এশিয়ার প্রতিনিধিরা কেবল সংখ্যা পূরণ করে। বিশ্বকাপে খেলাই যেন তাদের স্বান্তনা। কিন্তু এশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে তারা ‘দৈত্য বধের’ কারণ হয়ে উঠেছে। সৌদি হারিয়েছে আর্জেন্টিনাকে। জাপান থামিয়ে দিয়েছে জার্মান যন্ত্র। এবার আরেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে গোল শূন্য সমতায় রুখে দিয়েছে দক্ষিণ কোরিয়া। 

বৃহস্পতিবার কাতারের ইডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের সর্বোচ্চ চেষ্টাই করেছে উরুগুয়ে। কিন্তু গোল হওয়ার মতো খুব বেশি শট সুয়ারেজ-নুনিয়েজরা নিতে পারেননি। তবে আক্রমণ করে খেলেছে ১৯৩০ ও ১৯৫০ আসরের চ্যাম্পিয়নরা। উরুগুয়ের গোলে কোন শট নিতে না পারা দক্ষিণ কোরিয়ার জন্য সমতাই বড় প্রাপ্তি।

ম্যাচে উরুগুয়ে ৫৬ শতাংশ বল পায়ে রেখে খেলেছে। বক্সের বাইরে থেকে গোল পেয়ে যাওয়ার মতো তিনটি শট নিয়েছে। এর মধ্যে রিয়াল মাদ্রিদে খেলা মিডফিল্ডার ফেদে ভালভার্দের জোরালো শট দক্ষিণ কোরিয়ার বার কাঁপিয়ে বাইরে চলে যায়। এডিনসন কাভানি ভালো একটি শট নিয়েও গোল করতে ব্যর্থ হন। 

ঠিক গোলে শট নিতে না পারলেও দক্ষিণ কোরিয়া পাঁচটির মতো ভালো আক্রমণ তুলেছে। বক্সের মুখ থেকে সন হিউয়েন মিন গোল করার মতো দুটি সুযোগ পেয়েছিলেন। তার মতো জাত স্ট্রাইকারের যা গোলে পাঠানো উচিত ছিল। কিন্তু কোন শটই তিনি পোস্টে রাখতে পারেননি। দক্ষিণ কোরিয়ার সামনে এখন ঘানা ও পর্তুগাল পরীক্ষা। যে পরীক্ষা পায় করলো নকআউটে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে তাদের।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com