
'স্মরণকালের সেরা জনসমুদ্র হবে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর মহাসমাবেশ'
প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ২১:১০ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ২১:২৫
চট্টগ্রাম ব্যুরো

লিফলেট বিতরণ করেন মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর - সমকাল
আগামী ৪ ডিসেম্বর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ উপলক্ষে আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে গণসংযোগ, প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নগরীর এনায়েত বাজার এলাকা থেকে এসব কর্মসূচি শুরু হয়। নগরীর তিন পুল, নিউমার্কেট, কোতোয়ালী, সিনেমা প্যালেস, ডিসি হিলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে চলে এই কর্মসূচি। পরে ডিসি হিলে এক সমাবেশের আয়োজন করা হয়।
চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুরুল আজিম রনির সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগের উদ্ভোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি বলেন, 'পলোগ্রাউন্ড মাঠের জনসমাবেশকে ঘিরে চট্টগ্রামবাসীর মাঝে আমেজ ও উদ্দীপনা তৈরি হয়েছে। দেশের সার্বিকখাতে অভূতপূর্ব উন্নয়নে দেশবাসীর মাঝে যে আস্থা জননেত্রী শেখ হাসিনা অর্জন করেছেন, তার অন্যতম প্রমাণ বহন করবে চট্টগ্রামের জনসভা। এই জনসভা হবে স্মরণকালের সেরা জনসমুদ্র।'
এসময় তিনি প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ করেন। জনসভাকে সফল করতে সংশ্লিষ্টদের নানা নির্দেশনাও প্রদান করেন হেলাল আকবর চৌধুরী বাবর। এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, রতন ঘোষ, মোহাম্মদ দেলোয়ার, কামরুল হাসান, রকিবুল ইসলাম সেলিম, মেহেদী হাসান, আরফাতুল করিম আসিকুন্নবী, মিজানুর রহমান মিজান, জিএস আমিনুল করিম, মনিরুল ইসলাম, জাহিদ হাসান সাইমুন, এম ইউ সোহেল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. মোরশেদ, এ কে মাসুদ, বিপ্লব দাশ, মো. ইকবাল, মো. ফরিদ, শাহাদাৎ সালাম শাওন, মো সাহেদ, মুহাম্মদ আরিফ হোসেন, হায়দার আলী সাদ্দাম, ঐশিক পাল জিতু, ইমজানুল ইমু, মো ইবনুল ইভান, ইব্রাহিম রুবেল, শিহাব আলী চৌধুরী, মিনহাজ, তানভীর হোসেন, রবিউল ইসলাম রনি, সাজ্জাদুল ইসলাম সোহাগ, সায়িদ বিন আব্দুল্লাহ নাহিদ, সাদনাম সাকিব, মুশফিকুল হায়দার, গোবিন্দ দত্ত, কাজী আবদুল আজিজ রায়হান, মো মিশন প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com