চট্টগ্রামে পুলিশ ফাঁড়ি থেকে আসামি ছিনতাই, হানিফসহ রিমান্ডে ৫

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ২১:৫৩ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ২২:০৪

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে পুলিশ ফাঁড়ি থেকে ছিনিয়ে নেওয়া দুই মাদক ব্যবসায়ীসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

পাঁচ আসামি হলেন- মোহাম্মদ হানিফ, মহিউদ্দিন শরীফ, ইয়াসিন হিজড়া, রেজাউল করিম ও মোহাম্মদ হৃদয়। গত মঙ্গলবার রাতে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান বলেন, পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত শনিবার চট্টগ্রাম নগরীর কালুরঘাট পুলিশ ফাঁড়ি এলাকা থেকে মো. মহিউদ্দিন শরীফ ও মোহাম্মদ হানিফ নামে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। খবর পেয়ে হানিফের অনুসারীরা কালুরঘাট পুলিশ ফাঁড়িতে হামলা করে দুই আসামিকে ছিনিয়ে নেন। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত নাজমা আক্তার নামে এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কালুরঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরীফ রোকনুজ্জামান বাদী হয়ে চাঁদগাঁও থানায় দুটি মামলা করেন। এতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হানিফ, মহিউদ্দিন শরীফসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া ইয়াবা উদ্ধারের মামলায় হানিফ ও শরীফকে আসামি করে আরেকটি মামলা করে পুলিশ। শনিবার রাতেই আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com