তাজরীন ট্র্যাজেডির ১০ বছর

ক্ষোভ আর কান্নায় নিহতদের স্মরণ

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ২২:৩৫ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ২২:৩৫

নিজস্ব প্রতিবেদক, সাভার

ছবি: ফাইল

ক্ষোভ আর কান্নায় নিহতদের স্মরণ করেছেন সাভারের পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের স্বজন ও সহকর্মীরা। তাজরীন ট্র্যাজেডির ১০ বছর পূর্ণ হলেও ক্ষতিপূরণ ও ন্যায়বিচার পাননি ক্ষতিগ্রস্তরা।

বৃহস্পতিবার সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনসের পরিত্যক্ত ভবনের মূল ফটকের সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা। এর পর নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন। এ সময় নিহতদের মাগফেরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম বলেন, বিচারের দীর্ঘসূত্রতা বিচারহীনতার নামান্তর। সরকারপক্ষ তাজরীনের মালিকসহ অপরাধীদের রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

এ সময় গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন, বাংলাদেশ টেপটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট ও গার্মেন্টস শ্রমিক সংহতির ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানানো হয়।

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহত হন। আহত হন শতাধিক। কারখানাটিতে দুর্ঘটনার সময় ৯৮৪ শ্রমিক কর্মরত ছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com