বগুড়ার দুই থানায় বিএনপির ১৮৩ জনের নামে মামলা

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ২২:৪৫ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ২২:৪৫

বগুড়া ব্যুরো

বগুড়ার আদমদীঘি ও ধুনট থানায় পৃথক ঘটনায় বিএনপির ১৮৩ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। বুধবার রাতের এ মামলায় পুলিশ দু'জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন ধুনটের মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ও এলাঙ্গী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা যুবলীগ মিছিল বের করে। উপজেলা পরিষদের সামনে থেকে দলীয় কার্যালয়ে ফেরার পথে পুরাতন সোনালী ব্যাংকের সামনে মিছিলে চারটি ককটেল নিক্ষেপ করা হয়।

এর মধ্যে দুটি বিস্ফোরণ হলে ছাত্রলীগ নেতা মশিউর রহমান পলাশ, মৃদুল, রিফাত, বাপ্পী ও রাসেল আহত হন। পরে বিক্ষুব্ধরা বিএনপি কার্যালয়ে ভাঙচুর করেন।

এ ঘটনায় রাতেই উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭ জনের নাম উল্লেখ এবং আরও ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল মহিত তালুকদার বলেন, 'কখন, কে ককটেল হামলা করেছে, তা আমরা জানি না। নিজেরা ঘটনা ঘটিয়ে হয়রানি করতে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।'

আদমদীঘি থানার ওসি রেজাউল করিম জানান, মামলার পর রাতেই বিএনপি নেতাকর্মীর বাড়িতে অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

একই রাতে জেলার ধুনট উপজেলায় বিএনপি সভাপতি তৌহিদুল আলম মামুনের নাম উল্লেখ করে ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরণ আইনে মামলা করেছে পুলিশ। পরে দু'জনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ধুনট-শেরপুর পাকা সড়কের পাশে একটি চাতাল থেকে বুধবার রাতে অবিস্ফোরিত দুটি ককটেল, কাঠের লাঠি, ইটের টুকরা ও বিস্ফোরিত ককটেলের উপাদান জব্দ করা হয়। নাশকতার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীরা সেখানে সরঞ্জাম নিয়ে বৈঠক করেন বলে জানান ধুনট থানার ওসি রবিউল ইসলাম।

তবে ঘটনাস্থলের আশপাশের লোকজন দাবি করেন, ককটেল বিস্ফোরণের শব্দ শুনলেও তাঁরা সেখানে গিয়ে কাউকে পাননি। বিএনপি নেতা তৌহিদুল ইসলাম মামুন বলেন, 'বুধবার আমাদের কোনো কর্মসূচি ছিল না। হয়রানি করতেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।'

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেন, 'রাজশাহী ও ঢাকার মহাসমাবেশে জনসমাগম ঠেকাতে মামলার কৌশল নিয়েছে ক্ষমতাসীনরা। গত পাঁচ দিনে জেলায় আট মামলায় আমাদের সহস্রাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারের ভয়ে অনেক নেতাকর্মী বাড়িতে থাকছেন না।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com