
'বিনিময়' প্ল্যাটফর্ম ব্যবহার করে কোটি টাকা লুট, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ২২:৫২ | আপডেট: ২৪ নভেম্বর ২২ । ২২:৫২
সমকাল প্রতিবেদক

বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত 'বিনিময়' প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি প্রতারক চক্র এক সপ্তাহে হাতিয়ে নিয়েছে প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় বুধবার তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম।
গ্রেপ্তার তিনজন হলেন- বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়া গ্রামের মোবারক আলীর ছেলে গোলাম রব্বানী ও আব্দুল গফুরের ছেলে রুহুল আমিন এবং একই জেলার এরুলিয়া হাজীপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শামীম আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সিআইডিপ্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি উদ্বোধন করা হয় বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত 'বিনিময়' (আইডিটিপি) প্ল্যাটফর্ম। এটি ব্যবহার করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র গত ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ডিজিটাল প্রতারণার মাধ্যমে ৯৬ লাখ ৭৪ হাজার ২৫৭ টাকা আত্মসাৎ করেছে।
সিআইডিপ্রধান জানান, প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি কম্পিউটারের সিপিইউ, বিপুলসংখ্যক মোবাইল ফোনের সিম, ব্যাংকের চেকবই, ডেবিট ও ক্রেডিট কার্ড, ১৪টি মোবাইল ফোন সেট, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের বিভিন্ন ধরনের রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com