কলকাতায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাড়ি হস্তান্তরের অনুরোধ

প্রকাশ: ২৪ নভেম্বর ২২ । ২২:৫৬ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ১১:০৬

সমকাল প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের স্মৃতিবিজড়িত কলকাতার থিয়েটার রোডের ৮ নম্বর বাড়িটি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দপ্তরে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় অনুষ্ঠিত বৈঠকে এ অনুরোধ জানানো হয়।

সাক্ষাৎকালে মুক্তিযুদ্ধে ভারত সরকার এবং দেশটির জনগণের সহায়তার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মন্ত্রী। এ সময় বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশটির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনাকালে বিজয় দিবস উপলক্ষে ভারত সরকারের আমন্ত্রণে ৩০ বীর মুক্তিযোদ্ধার ভারত সফর এবং বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মুক্তিযুদ্ধকালীন ভারতের মিত্রবাহিনীর সদস্যদের সফরের অগ্রগতি বিষয়ে একে অপরকে অবহিত করেন।

এ ছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি, বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, মুজিবনগরে স্বাধীনতা সড়ক নির্মাণ বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মুক্তিযুদ্ধে জীবন দানকারী ভারতের মিত্রবাহিনী স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্মৃতিসৌধ নির্মাণের বিষয়টি তুলে ধরেন মন্ত্রী।

প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক পরীক্ষিত। মিত্রবাহিনীর সদস্যদের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণ বাংলাদেশ-ভারত বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। আগামী ৬ ডিসেম্বর (ভারত কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান দিবস) ভারতীয় হাইকমিশন 'মৈত্রী দিবস'-এর আয়োজন করবে। সেখানে মন্ত্রী মোজাম্মেল হককে আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে হাইকমিশনার প্রণয় ভার্মাকে জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা এবং মুক্তিযুদ্ধসংশ্নিষ্ট বই উপহার দেন মন্ত্রী। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়াসহ মন্ত্রণলায় ও ভারতীয় হাইকমিশনের সংশ্নিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com