
রিকশা বিক্রির টাকা নিয়ে দুই বন্ধুর বিরোধ, ছুরিকাঘাতে নিহত ১
প্রকাশ: ২৫ নভেম্বর ২২ । ২০:২৮ | আপডেট: ২৫ নভেম্বর ২২ । ২০:২৮
বগুড়া ব্যুরো

বগুড়ার কাহালু উপজেলায় রিকশা বিক্রির টাকা নিয়ে বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন নায়েব আলী (৩৩) নামের এক ব্যক্তি। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ডোমর গ্রামের পিয়াস মাস্টারের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী একই উপজেলার ওলাহালী গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, জায়েদ আলী ও নিহত নায়েব আলী একে অপরের বন্ধু। তারা দুজনই মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি জায়েদ তার বাবার একটি ভ্যান নায়েব আলীকে দিয়ে বিক্রি করিয়েছেন। সেই ভ্যান বিক্রির টাকা নিয়ে শুক্রবার বিকেলে দুই বন্ধু মধ্যে বিরোধ হয়। ওই বিরোধের জেরেই জায়েদ ছুরিকাঘাতে নায়েব আলীকে খুন করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। জায়েদকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com