রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

প্রকাশ: ২৫ নভেম্বর ২২ । ২২:২৫ | আপডেট: ২৫ নভেম্বর ২২ । ২২:২৬

সমকাল প্রতিবেদক

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় কুলসুম বেগম নামে এক নারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ৪ বছরের এক শিশু আহত হয়। এ ঘটনায় চালককে আটক ও বাসটি জব্দ করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, নিহত কুলসুমের এক ছেলে ও ভাই থাকেন মিরপুরের মানিকদি এলাকায়। অপর এক ছেলে থাকেন ইসিবি চত্বর এলাকায়। শুক্রবার সকালে ভাইয়ের বাসা থেকে ৪ বছরের নাতিকে সঙ্গে নিয়ে ইসিবি চত্বর এলাকায় ছেলের বাসায় ফিরছিলেন তিনি। এ সময় রাস্তা পার হতে গিয়ে বসুমতি ব্যানারের একটি পরিবহন বাস তাঁদের ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান কুলসুম বেগম। আর আহত হয় শিশুটি। তাকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহত কুলসুমের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।

ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক সমকালকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com