
রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত
প্রকাশ: ২৫ নভেম্বর ২২ । ২২:২৫ | আপডেট: ২৫ নভেম্বর ২২ । ২২:২৬
সমকাল প্রতিবেদক

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় কুলসুম বেগম নামে এক নারী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ৪ বছরের এক শিশু আহত হয়। এ ঘটনায় চালককে আটক ও বাসটি জব্দ করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক সমকালকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com