প্রতিষ্ঠাবার্ষিকী

ঋষিজের ৪৬ বছর

প্রকাশ: ২৬ নভেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ০২:১০ | প্রিন্ট সংস্করণ

সুরাইয়া আলমগীর

ঋষিজ শিল্পীগোষ্ঠী দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশে একটি লোকপ্রিয় নাম। অন্যদিকে আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী এই গণসংগীত দলটি জন্মলগ্ন থেকেই ঐতিহ্য, সংগ্রাম আর সামাজিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর। ১৯৭৬ সালের ২৩ নভেম্বর সংগঠনটি আত্মপ্রকাশ করে।

শুরু থেকেই সংগঠনটি সামাজিক অঙ্গীকার পালনের পাশাপাশি কণ্ঠে ধারণ করেছে মানবমুক্তির গান। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে গড়ে ওঠা এই সংগঠন জন্মলগ্ন থেকেই গণমানুষের গান পরিবেশনের মাধ্যমে আবহমান বাংলার নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঋষিজ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং জাতীয় দুর্যোগ-দুর্বিপাকে বিশেষ ভূমিকা পালন করে চলেছে। মৌলবাদ, জঙ্গিবাদ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে এই সংগঠন সবসময় সোচ্চার থেকেছে। ঋষিজ প্রগতির সপক্ষে দৃঢ় চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণশক্তির মহতী উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে গেয়ে যাচ্ছে নবজীবনের গান। সব বৈপরীত্য ঠেলে ঋষিজ যখন পূর্ণ করেছে তার পথচলার ৪৬টি বছর; প্রায় দেড় বছর অতিক্রান্ত হলো আমরা হারিয়েছি আমাদের প্রাণপুরুষ, এর প্রতিষ্ঠাতা সভাপতি ফকির আলমগীরকে।

অধ্যাত্মবাদের আবেগের সঙ্গে যুক্তিযুক্ত জীবনবাদী চেতনার এক অদ্ভুত, অপরূপ সংমিশ্রণ ঘটাতে সক্ষম হয়েছিলেন ফকির আলমগীর। তিনি গণমানুষের কাছাকাছি থেকেই তা করতে পেরেছিলেন। একুশে পদকপ্রাপ্ত এই কণ্ঠশিল্পীর বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছন্দ পদচারণা ও অনবদ্য পরিবেশনা সবাইকে অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে কালের স্থবিরতা অতিক্রম করে হয়ে উঠেছিলেন তিনি সমকালের আধুনিকতম শিল্পী; ৫০ বছরের ইতিহাস যাঁর বলিষ্ঠ কণ্ঠে ধারণ করা আছে। গণসংগীতের নায়ক, উপমহাদেশের সমাজসচেতন এ শিল্পী বেঁচে থাকবেন গণচেতনার সংগ্রামী অমর সৃষ্টি জন হেনরি, ম্যান্ডেলা, দাম দিয়ে কিনেছি বাংলা, নূর হোসেন, ভয় কি মরণে, মানুষের মাঝে বসবাস করি, মায়ের একধার দুধের দাম, মুজিব আমার স্বপ্ন-সাহসসহ অর্থবহ শত শত গান আর তাঁর রচিত অনেক বইয়ের মাঝে। বেঁচে থাকবেন শত শত সখিনার নিকানো উঠোনের ভালোবাসার ফসলের ঘ্রাণে। ফকির আলমগীরের অমর সৃষ্টি ঋষিজ শিল্পগোষ্ঠী অতীতের মতোই গণসংগীতের আপসহীন ধারাকে গুরুত্ব দিয়ে যাবে। তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঋষিজ তার কার্যক্রম পরিচালনায় বদ্ধপরিকর। দীর্ঘ পথচলায় ঋষিজের সভাপতি ছিলেন ফকির আলমগীর। বিভিন্ন সময়ে ঋষিজের কর্মকাণ্ডকে যাঁরা উৎসাহিত করেছিলেন, তাঁদের মধ্যে বেগম সুফিয়া কামাল, ড. আহমদ শরীফ, অধ্যাপক মনসুর উদ্দিন, ফয়েজ আহ্‌মদ, অধ্যাপক আনিসুজ্জামান, কবি শামসুর রাহমান, কলিম শরাফী, আব্দুল লতিফ, শেখ লুৎফর রহমান, মাহবুবুল আলম চৌধুরী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক, কামাল লোহানী, আবু বকর সিদ্দিক, কাইয়ুম চৌধুরী, শামসুজ্জামান খান, হাসান আজিজুল হক, আতিকুল হক চৌধুরী, আবদুল্লাহ আল-মামুন, অজিত রায় উল্লেখযোগ্য। তাঁদের সংস্কৃতিমনস্কতার ছোঁয়ায় সমৃদ্ধ ও ঋদ্ধ হয়েছি আমরা।

ঋষিজের প্রয়াত সাধারণ সম্পাদক আলতাফ আলী হাসু, দ্রোহী কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ এবং সংগীতশিল্পী মাহবুবুল হায়দার মোহনের পাশাপাশি আমরা স্মরণ করি উপমহাদেশের গণসংস্কৃতি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা, অজিত পান্ডে এবং বিশ্বনন্দিত গণশিল্পী পল রবসন ও পিট সিগারকে। ঋষিজ এসব কিংবদন্তিতুল্য গণসংগীত শিল্পীর কাছে চিরকৃতজ্ঞ। ঋষিজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ আমরা ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই দিনে আমরা ফকির আলমগীরের বিদেহী আত্মার শান্তি কামনা করি। আপনারা দোয়া করবেন আপনাদের এই প্রাণপ্রিয় শিল্পীর জন্য। জয় হোক মানুষের, জয় হোক সংস্কৃতির, জয় হোক ঋষিজের।

সুরাইয়া আলমগীর: সভাপতি, ঋষিজ শিল্পীগোষ্ঠী

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com