
একরত্তির এক রাত হাজতবাস
প্রকাশ: ২৬ নভেম্বর ২২ । ০০:০০ | আপডেট: ২৬ নভেম্বর ২২ । ০২:১১ | প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রতীকী ছবি
বয়স মাত্র দেড় বছর। দুনিয়ার হালচাল কিছুই সে বোঝে না। মা কাজ করেন পোশাক কারখানায়। নানি তাকে আগলে রাখেন বুকে। সেই একরত্তি শিশুকে হাজতে কাটাতে হয়েছে এক রাত। মর্মস্পর্শী এ ঘটনা চট্টগ্রামের মিরসরাইয়ের।
বৃহস্পতিবার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে শিশু ইমতিয়াজের নানি কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। রাতে তার মা বিবি আয়েশা তাকে নিতে থানায় এলেও পুলিশ খালি হাতে ফিরিয়ে দেয়। পরে গতকাল শুক্রবার সকালে খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনুর মধ্যস্থতায় শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয় মায়ের কাছে। এরই মধ্যে তার রাত কাটে হাজতে।
বিবি আয়েশা জানান, সম্পত্তি দখল করতে প্রতিপক্ষ তার মা-চাচাসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। কিছুদিন আগে থানায় এক বৈঠকে জমি-সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়া হয়। তার পরও প্রতিপক্ষ মামলা তুলে না নিয়ে তাঁদের হয়রানি করতে থাকে।
শিশু ইমতিয়াজের মা জানান, তিনি চট্টগ্রামে একটি পোশাক কারখানায় কাজ করেন।
এ জন্য শিশু সন্তানকে তাঁর মা কাজল রেখার (ইমতিয়াজের নানি) কাছে রেখে যান। প্রতিপক্ষের মামলায় পরোয়ানা জারি হওয়ায় বৃহস্পতিবার রাতে ইমতিয়াজসহ কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ।
আয়েশা বলেন, মায়ের সঙ্গে তাঁর শিশু সন্তানকে পুলিশ কারাগারে নিয়ে যাওয়ার খবর পেয়ে চট্টগ্রাম থেকে তিনি ছুটে আসেন। থানায় এলেও পুলিশ সন্তানকে দিতে অস্বীকৃতি জানায়। পরে চেয়ারম্যানের মাধ্যমে তিনি সন্তানকে ফেরত পান।
এ বিষয়ে মিরসরাই থানার ওসি কবির হোসেন জানান, শিশুটিকে রেখে আসার মতো ঘরে কেউ ছিল না। সকালে তাকে তার মায়ের কাছে দেওয়া হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com